ঝরা পাতা
------অভিজিৎ দাস
আমি নির্জনে পথ চলি মেঠোপথে
দু-পাশে ছোট-বড়ো গাছ যত।
আমাকে দেখে,একা সেই পথে
পাখিদের ঝাক, কলরব করে কত!
আমি সহসা দাঁড়িয়ে দেখি
গাছেরা নিশ্চুপ,একটিও নড়েনা পাতা।
তারাও বুঝি, কাঁদে নিরবধি
গোপনে লুকিয়ে রেখেছে, দুঃখ কথা!
অতীতের কত, স্মৃতি রীতিমতো
ভেসে উঠে মননে সতত।
কত সুখ, হায়! স্মৃতি হয়ে যায়
ঠিক ঝরা পাতাদের মতো।
কত দুঃখ গত,স্মৃতি বিজরিত,
ঝরা পাতা সম কাঁদে মর্মর।
কত রূপকথা হল কবিতা,
যারা আপন তারা আজ পর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন