যন্ত্র মানব
----- কাজী নিনারা বেগম
শুন্য হৃদয়ে সুপ্ত বীনা বেজে উঠলো নিগুঢ় নিশ্বাসে,
বীনা তারগুলোকে যেন নতুন স্পন্দন গতি বৃদ্ধি পেয়েছে।।
জানিনা আজ মনটা বড়ই উচাটন,
কেন এক অসিম প্রশ্ন ?
গভীর রাত অজস্র তারা মিট মিট করে জ্বলছে।।
চাদেঁর আলোয় আলোকিত,
পৃথিবীতে প্রায় সব মানুষ মুভি অথবা ফেইসবুকে ছোট স্ক্রিনে নিমগ্ন।।
কর্ম ক্লান্ত জীবনের চাপ!
ভোরে বাস আরোহণ জীবন যেনো ঘড়ির কাটার মতো একটি পড় একটি দিন চলে যাচ্ছে।।
বাসে আরোহণ করতে আমি যেন হচকিত!
গালে টোলপড়া মায়াবী এক ছিমছাম তরুণী যাত্রী দের ধাক্কায় এপাশে অপাশে যাচ্ছে,
আমি যেনো এক অনাবিল রোমান্সে মেতে উঠেছিলম।।
শিউরে উঠেছিল শরীরের অঙ্গ!
পাশে বসার অধিক আগ্রহ এই বঙ্গ ললনার ,
ইশারায় বুঝিয়ে দিলেন থ্যাংকস!
আমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে অগ্রসর আমি গন্তব্যে যাওয়ার,
গাড়ি থামল মনের গহিন অন্তরালের এক ভালো বাসার পসরা।।
আমি এক হৃদহীন এক যন্ত্র মানব,
হৃদয়ে স্পন্দন মানে যানি না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন