সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

রামপ্রসাদ কুন্ডু

 

           বাদলের পরী


                      ------রামপ্রসাদ কুন্ডু


আষাঢ়-শ্রাবণের হাতে রেখে হাত

বর্ষার প্লাবনে পথঘাট হয় চিৎপাত,

বাদলের ধারা ঝরে ঝরঝর এই বর্ষায়

কৃষক ফলায় ফসল বর্ষার আশায়।


এ যে সেই আষাঢ়ে বর্ষা আঁখিতে অশ্রুধারা

শ্রাবনে উত্তাল নদী জলোচ্ছ্বাসে বুকে বুকে ভরা,

যেদিকে তাকাই শুধু কালো মেঘে ঢাকা

কবির কবিতায় যেন তাতে অনেক স্বপ্ন আঁকা ।


বর্ষায় থৈথৈ নদী-বিল-খাল

খাবার জোগাড়ে গরিব যেন হয়ে যায় বেসামাল,

কালি-মাখা মেঘে যেন আঁধার ঘনিয়ে আসে

রোদ-বৃষ্টির মিলনে প্রকৃতি মিটমিটিয়ে হাসে ।


''বাদলের পরী'' যেন এই দুমাস আষাঢ় শ্রাবণে

দিনে রাতে মন ভরে যায় কদম ফুলের ঘ্রানে,

প্রকৃতির নিয়মে থাকবো তোমারি অপেক্ষায়

উদাস মনে চেয়ে রব দিগন্তের ঐ সীমানায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন