জলের বসন্ত
-----দিলারা বেগম
হাজার বছর ধরে নির্ঘুম রাতের আঁধারে
ফালি চাঁদ জেগে উঠে সঁপে দেয় অন্ধকারে,
জল বসন্ত চলে যায় নদীও মরে যায়
কত দুঃখ রয়ে যায় ভাঙ্গা নদীর বুকে
নিজেকে মানিয়ে নেয় নদী নিজের বিরুদ্ধে।
শব্দহীন পাহাড় দাঁড়িয়ে থাকে অশ্রুসিক্ত নয়নে
সর্বস্ব হারায় নদী কিসের বিহনে?
দ্বিচারিণী নাম তার স্বভাবজাত দোষে
সভ্যতা মানেনা সে নব্যতার খোঁজে।
অদৃষ্টের সীমানার থাকেনা নির্দিষ্ট সীমারেখা
পাহাড় ভুলে যায় তার বিশালত্বের কথা,
ডেকে বলে ঝর্ণাকে বাঁচাও নদীকে
প্রকৃতি একে অন্যের জন্যই বেঁচে থাকে।
নদী যখন মরে যায় ঝর্ণার অবহেলায়
পাহাড় ফেলে দীর্ঘশ্বাস অজানা আশঙ্কায়,
ঝর্ণা জল ঢালে নদীর তপ্ত বুকে
নদী মিটিমিটি চোখ মেলে আনন্দে হেসেখেলে,
ক'জনায় পারে হাসিমুখে শত্রুকে বাঁচাতে?
প্রকৃতির ধর্ম দেখে নষ্ট চেতনারা জেগে উঠে
সর্ব সুখ বুঝি নিজেকে সপে দেওয়ার মাঝে,
বিবেক শিক্ষা নেয় মহানুভব প্রকৃতির কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন