পরিচয়
-----গোপাল বনিক
সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ,
আমি দেখি তোমার চোখে মৃত্যুমাখা শোক।
কত লোকে কত ভাবে দেয় পরিচয়,
বিপন্ন বিব্রত মুখে তোমার শুধু অশ্রুধারা বয়।
কত আশায় বুক বেঁধে হলে আনমনা,
ঘাত -প্রতিঘাতে সবই যে আজ বিষাদ বেদনা।
তবুও যদি খুঁজি জীবন-তরুর কিশলয়,
সেইদিন যেন পাই হে তোমার সত্য পরিচয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন