সাহিত্য নয়নে আপনাকে স্বাগত

"সাহিত্য নয়ন" সাহিত্য পত্রিকায় আপনাকে স্বাগত। ( প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া এই পত্রিকার কোন অংশ কেউ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে)

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

কিশোর কুমার ভট্টাচার্য

      

             পলি


                   ------কিশোর কুমার ভট্টাচার্য 


পলি পাড়ে শুয়ে থেকে 

ভাবে নতুন কিছু করার। 

বানের জলে থৈথৈ ছিলো 

বর্ষার নদীর পাড়,

কতকিছু গেছে শেষ হয়ে

থাকেনি পলি ছাড়া কিছু আর।

এখন সেই পলি ডাকছে 

হাতছানি দিয়ে 

এসো এসো

 মামা- চাচা আছো যত 

আমাকে কাজে লাগিয়ে 

ফসল তোলো ইচ্ছে মতো। 

আমি খোয়াই, মুহুরি,জুরি 

থেকে শুরু করে রয়েছি গঙ্গা, যমুনা ,গোদাবরী। 

আমি কালো কিংবা ধলো

 যাই হই  না কেনো

আমি তো কৃষক তারিণী । নদী মা! 

 আমায় বহে এনে রেখে যায় 

চড়ায়, চড়ায়

আমার বুকে শিশু চারা ঘুরে ফিরে বেড়ায়।

শিশু চারা দিনে দিনে বাড়ে, 

আমি থাকি যে কোনো নদী পাড়ে। 


রচনা কাল:-০৮/৬/২০২১,

মঙ্গলবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন