মুখোশের আড়ালে
------তাপস দও
খরস্রোতা নদী প্রবাহ বয়ে চলে এঁকে বেঁকে,
আপন গতিতে মিশে যায় সমুদ্রের বুকে।
বয়ে চলে কত নুঁড়ি কাঁকড়
কত শেকল ছেঁড়া জীবন।
হিসাব কেউ রাখে?
খোঁজ নিয়ে দেখো ....
অভিনয়ে নয় কত শত শৈবাল আঁকড়ে ধরে বেঁচে থাকে।
পৃথিবীতে চলছে সভ্যতার এক নির্লজ্জ অভিনয়,
মুখোশের আড়ালে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা।
হারানো যৌবন ধরে রাখার এক মরিয়া প্রয়াস,
অহংকারের মোড়কে সাজিয়ে করেছো আড়াল।
জীমূতের সূর্য কিরণ রুদ্ধ করার ব্যার্থ প্রয়াস
আর থাকবে কত দিন.......
আত্মগ্লানির যন্ত্রনা নিয়ে,
এখন অন্য মুখোশের আদলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন